Message from Head of the Chamber

বেশীরভাগ মানুষ অনিচ্ছা স্বত্ত্বেও দুটি যায়গায় বিপদে পড়ে যেতেই হয়। একটি হচ্ছে যখন অসুস্থ হয় বা দুর্ঘটনায় পড়ে তখন হসপিটাল তথা ডাক্তারের নিকট যেতে হয়। আরেকটি হচ্ছে যখন মামলা মোকদ্দমার স্বীকার হয় তখন আইনজীবীর সাহায্য নিয়ে আদালতে যেতে হয়।” প্রথম বিপদে যেমনিভাবে সঠিক ডাক্তার ও হসপিটাল নির্ণয়ে ব্যার্থ হলে ভুল অপারেশন বা অপচিকিৎসায় জীবন বিপন্ন হতে পারে তেমনি ২য় ক্ষেত্রে সঠিক ও অভিজ্ঞ ব্যক্তি নির্ণয়ে ভুল হলে সারাজীবন অপুরনীয় ক্ষতির খেসারত দিতে হয়। একজন ডাক্তার যেমনি সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়া সম্ভব নয় ঠিক তেমনি ভাবে একজন আইনজীবীও আইনের বিশাল বিচরন ক্ষেত্রে পারদর্শী হতে না পারাটা মানুষ হিসাবে স্বাভাবিক। কোন হসপিটালে কয়েকজন ডাক্তারদের সমন্বয়ে বোর্ড গঠন করে কোন অপারেশন করলে সাকসেসফুল অপারেশনের ব্যাপারে আমরা যেমন আশাবাদী হই ঠিক তেমনি ভাবে মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ এমন বিজ্ঞ আইনজীবীগণের সমন্বয়ে বোর্ড গঠন করে মামলার ষ্ট্যাটেজী ঠিক করে পদক্ষেপ নিতে পারলে বিচার প্রার্থীর প্রতিকার পাওয়ার সম্ভাবনা বেড়ে যার বহুগুন।

“দি ল এন্ড জাষ্টিস” ‘ল’ ফার্মটি ঠিক সেভাবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ সিনিয়র, জুনিয়র আইনজীবীর সমন্বয়ে বোর্ড গঠন করে সর্ব নর্িু আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত ওয়ান ষ্টপ আইনী সেবা দিয়ে থাকে।  

Close Menu